বলিউড সিনেমায় উত্তেজক যৌন-দৃশ্যের নজির নেহাত কম নয়। সে সব দৃশ্যে জড়তাহীনভাবে অভিনয় করা রীতিমতো কঠিন। তবে টিনসেল নগরীর কিছু নায়িকা সেই সাহসী মুহূর্ত তুলে ধরেছেন সাবলীলভাবেই। বরাবরের মতো দাগ কেটেছেন দর্শক-মনে।
হিন্দি সিনেমায় যৌন দৃশ্যের কথা ভাবলেই অনায়াসে যে নাম মনে আসে, তিনি মল্লিকা শেরওয়াত। বলিউডের ‘সেক্স বম্ব’ ইমরান হাশমির বিপরীতে সাড়া জাগানো যৌন দৃশ্যে অভিনয় করেছিলেন। ২০০৪ সালের সেই সিনেমা ‘মার্ডার’ উত্তেজনার পারদ চড়িয়েছিল রীতিমতো। আজও সে দৃশ্য ভোলেননি দর্শক।
অনেকে বলেন, ক্যাটরিনা কাইফকে নাকি তেমন খোলামেলা দেখা যায় না। কিন্তু বলিউডে পা দিয়ে প্রথম সিনেমাতেই মাত করেছিলেন ভিকি-ঘরনি। ২০০৩ সালের ব্ল্যাক কমেডি থ্রিলার ‘বুম’-এ গুলশন গ্রোভারের সঙ্গে এক তুমুল ঘনিষ্ঠ দৃশ্যে সাড়া ফেলেছিলেন ক্যাটরিনা।
২০০৪ সাল নাগাদ আর একটি সিনেমাও দর্শক-হৃদয়ে আগুন জ্বালিয়েছিল। নাম, ‘জুলি’। নেহা ধুপিয়ার সাহসী অভিনয় আলোড়ন তুলেছিল সে বার।
জন আব্রাহাম এবং বিপাশা বসুর সিনেমা ‘জিসম’-এর নাম শুনলে আজও ফিসফাস শুরু হয় যথেষ্টই। সিনেমাতে শরীরী খেলাকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন বিপাশা। জনের যৌন আবেদনে নিজেকে সমর্পণ করে দর্শকদের যেন উত্তেজনার চরমে নিয়ে গিয়েছিলেন নায়িকা।
ভক্তেরা বলেন বিদ্যা বালানের মধ্যে একটা স্নিগ্ধ সৌন্দর্য আছে। সেই মেয়েই নাকি ‘উ লা লা’র সুরে মেতেছিলেন ভরা যৌবনের উদযাপনে! চরিত্রের বিভিন্ন স্তর ফুটিয়ে তুলতে সিদ্ধহস্ত অভিনেত্রী ছাপ রেখেছেন সাহসী দৃশ্যেও। সৌজন্যে ২০১১-র সিনেমা ‘ডার্টি পিকচার’।
0 Comments